মনপুরার হাজীরহাটে বাজার মনিটরিং’র কাজ করছে সাধারন শিক্ষার্থীরা

ভোলার কথা
মনপুরা প্রতিনিধি সম্পাদক
প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০২৪

মনপুরা প্রতিনিধিঃ

নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে মনপুরা হাজীর হাট কাঁচা বাজারে মনিটরিং করেন মনপুরার সাধারণ শিক্ষার্থীরা

আজ ১৩ই আগস্ট ২০২৪ তারিখ সকাল ১১.৩০ টায় নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে মনপুরার বেশ কয়েকটি বাজারে তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।
এসময় তাদের সাথে উপস্থিত ছিলেন সাধারণ শিক্ষার্থীরা,আরো ছিলেন বিভিন্ন ব্যবসায়ীবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

বাজার তদারকিতে সাধারণ শিক্ষার্থীরা বাজারের বিভিন্ন পাইকারি ও খুচরা পর্যায়ের ব্যবসায়ীদের সাথে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য ও সরবরাহ পরিস্থিতি নিয়ে কথা বলেন। বাজার তদারকিতে দেখা যায় নিত্য প্রয়োজনীয় পণ্য পরিবহণসংশ্লিষ্ট বিবিধ ব্যয় হ্রাস পেয়েছে এবং পণ্যের মজুদ স্বাভাবিক রয়েছে।