‪তাসরিফ লঞ্চের উদ্বোধন কর্মকর্তা দিগকে অভিনন্দন জানিয়েছেন মানবাধিকার সংস্থা ও গণমাধ্যম কর্মীগণ।

ভোলার কথা
ভোলার কথা সম্পাদক
প্রকাশিত: ৯:৫৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২২

 

ইলিয়াছ চৌধুরীঃ

লঞ্চের ছাদে কনকনে শীতে একটি লাশ শুয়ে আছে। অসহায় ক’জন নিকটাত্নীয় পাশে বসে আছে।খোঁজখবর নিয়ে দেখা যায় বিভিন্ন কোম্পানির লঞ্চ লাশ তুলতে দেয়নি। সময় স্বল্পতা আর আর্থিক সংকটে কফিন বক্সের ব্যবস্থা হয়নি বলার পরেও দ্বীপ এলাকা ভোলা হাতিয়া অভিমুখী কোন লঞ্চ। অথচ লঞ্চে লাশ বহনের বাধ্যবাধকতা রয়েছে বলে নো ডিআইজি, মুঠোফোনে জানান। উক্ত খাবর রাজধানী ঢাকা সদরঘাটে ছড়িয়ে পড়লে বিশিষ্ট রাজনীতিবিদ বিএনপির নেতা সাদা মনের মানুষ গরিব অসহায় মানুষের বন্ধু বোরহান উদ্দিন উপজেলা ও দৌলতখান উপজেলার শত শত মাদ্রাসা মসজিদের প্রতিষ্ঠাতা জনাব হাফেজ ইব্রাহিম সাহেবের তাশরিফ ১ লঞ্চ জায়গা দিয়ে পুনরায় ভোলা জেলার অসহায় মানুষকে জানিয়ে দিলেন এখনো মরহুম জয়নাল আবদীন সাহেবের পুত্রগণ বাংলার বুকে রয়েছে। লাশ এবং সঙ্গে থাকা স্বজনদের ভাড়াও ফ্রি করে দিয়েছে। শুধু তাই নয় মৃত লাশটি সঠিক স্থানে পৌঁছে দেওয়ার জন্য আর্থিক সহযোগিতা করছেন বলে জানা যায়।

উক্ত বিষয় নিয়ে বিভিন্ন মানবাধিকার সংস্থা ও গণমাধ্যম কর্মীরা বলেন ব্যবসার নামে কেউ সেবা করে, কেউ গলা কাটে।
পৃথিবীতে আমরা কেউ চিরস্থায়ী নয়।
যার যতই ক্ষমতা আর টাকা থাকুক কোনো কিছুই আমাদের সাথে যাবে না।
যে যাই করুন দয়া করে মনে রাখবেন,আমাদের দুই কাঁধে দুজন পাহারাদার আছে।
আল্লাহকে স্মরণ করুন,,মানুষের জন্য কাজ করুন।
হয়ত এসবের কারণেই আপনার পরকাল সুখময় হবে।