মনপুরায় গাজাসহ একজন গ্রেফতার।
শহিদুল ইসলাম,মনপুরা প্রতিনিধিঃ
ভোলার মনপুরায় ২নং হাজির হাট ইউনিয়নের ৩ নং ওয়ার্ডস্ত জংলার খাল থেকে মোঃ খলিল হাওলাদার (২২) নামে এক যুবককে গাঁজাসহ গ্রেফতার করা হয়।
মনপুরা থানা সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওসি সাঈদ আহমেদের নির্দেশে মনপুরা থানার এসআই শ্রীকান্ত বিশ্বাস ও সঙ্গীয় ফোর্স মোঃ শাহিনুর রহমান ও পঙ্কজ কে সঙ্গে নিয়ে ২২/০৭/২০২২ ইং সকাল ৭ টার সময় অভিযান চালায় তাহাতে মোঃ খলিল হাওলাদার(২২) নামে ওই যুবককে পাঁচ(৫) গ্রাম গাঁজা সহ গ্রেফতার করা হয়। তার গ্রাম মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার ৬ নং জাহানাবাদ ওয়ার্ডে। গাঁজা সহ গ্রেফতার করে তার বিরুদ্ধে মামলা নিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়।
এলাকা সূত্রে জানা যায়, উল্লিখিত আসামিসহ আরো চার থেকে পাঁচজন অপরিচিত লোক দীর্ঘদিন যাবত উক্ত এলাকায় গাঁজা ক্রয় বিক্রয় করে আসছেন। খলিল হাওলাদারকে(২২) গ্রেফতার করার সময় তার সহকারীরা পুলিশের উপস্থিতিতি টের পেয়ে পালিয়ে যায়।