মনপুরায় ৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার
শহিদুল ইসলাম, মনপুরা প্রতিনিধিঃ
ভোলার মনপুরা উপজেলায় মোঃ মিজান নামে এক গাজা ব্যবসায়ীকে ৩ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। আজ রবিবার সন্ধ্যা ৭ঃ৩০ এর সময় গোপন সংবাদের ভিত্তিতে ফকিরহাট বাজারে মোঃ মিজানের ব্যবসায়িক প্রতিষ্ঠানে যৌথ অভিযান পরিচালনা করে ৩ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।
অভিযান পরিচালনা করেন, ভোলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক এ কে এম দিদারুল আলম, পরিদর্শক মোঃ জয়নুল আবেদীন, উপ-পরিদর্শক মোঃ শফিকুর রহমান মিয়া, সহকারী প্রসিকিউটর মোঃ হাসিবুল রহমান, সহকারি উপ-পরিদর্শক মোঃ জিয়াউদ্দিন, সিপাই নোটন কুমার দাস, সিপাই মোঃ রিয়াজ হোসেন, সিপাই মোঃ তরিকুল ইসলাম সিপাই মোঃ শাওন।
এবং মনপুরা থানার ওসি (তদন্ত) শংকর তালুকদার, এসআই লুৎফুর রহমান, এসআই মোঃ ইব্রাহিম নয়ন, এসআই মোঃ মনির, এসআই শ্রীকান্ত।
এলাকা সূত্রে জানা যায় গ্রেপ্তারকৃত মিজান দীর্ঘ কয়েক বছর যাবৎ মাদকদ্রব্য কেনা-বেচা করেন। তার বিরুদ্ধে ইতিপূর্বেও মাদকদ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে।