প্রকাশিত: ৯:৫৭ অপরাহ্ণ, মে ৩০, ২০২২
মনপুরায় সিপিপির আয়োজনে ঘূর্ণিঝড় প্রস্তুতি মূলক মাঠ মহড়া অনুষ্ঠিত
শহিদুল ইসলাম মনপুরা প্রতিনিধিঃ
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে মনপুরায় ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) এর আয়োজনে ঘূর্ণিঝড় প্রস্তুতি মূলক মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকাল ৩ টায় হাজির হাট সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ মাঠ মহড়া অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান মিসেস সেলিনা আকতার চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি সিপিপি ভোলা আঞ্চলিক কার্যালয়ের উপ পরিচালক জনাব মোঃ আব্দুর রশিদ, ২ নং হাজিরহাট ইউনিয়ন চেয়ারম্যান জনাব মোঃ নিজাম উদ্দিন হাওলাদার, সভাপতিত্ব করেন ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) মনপুরা উপজেলার উপজেলা টিম লিডার জনাব এরফান উল্লাহ চৌধুরি (অনি)।