ভোলা পৌর কিচেন মার্কেটে অত্যাধুনিক সুপার সপের উদ্বোধন

ভোলার কথা
স্টাফ রিপোর্টার সম্পাদক
প্রকাশিত: ৬:৩৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২৪

স্টাফ রিপোর্টারঃ

দোয়া মোনাজাতের মধ্য দিয়ে ভোলা পৌর কিচেন মার্কেটের দ্বিতীয় তলায় সুপার সপের উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে অত্যাধুনিক সুপার সপটি প্রাথমিকভাবে উদ্বোধন করা হয়। যা জিজেইউএস এন্টার প্রাইজের দ্বারা পরিচালিত। এখানে সব ধরনের নিত্য পণ্যের সমাহারে ভরপুর রয়েছে সুপার সপটিতে। যা ক্রেতাদের জন্য উন্মুক্ত করা হলো। উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া মোনাজাতে শহরের বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় ব্যাবসায়ী ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

এ ছাড়াও এখানে থাকছে আরো নানা ধরনের বিপনী বিতান, সুলভমূল্যে ত্রেতাগণ খুব সহজে তাদের পছন্দনিয় মালামাল ক্রয় করতে পারবেন। সুপার সপটিতে খুব শীর্ঘই চলন্ত শিড়ি বসানোর কাজ শুরু হবে। এটিই ভোলায় সবচেয়ে বড় ধরনের সুপার সব বলে জানায় জিজেইউএস এন্টার প্রাইজের ব্যবস্থাপনা পরিচালক আবুল হোসেন মীম। ক্রেতাদের সব ধরনের নিত্য পণ্যের চাহিদা মেটাতে সপটি প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি। উদ্বোধনের প্রথম দিনেই অনেক ক্রেতার সমাগম ঘটে সুপার সপে।