ভোলায় কুরুচিপূর্ণ বক্তব্যের বিরুদ্ধে জেলা শ্রমিক দলের’র প্রতিবাদ
ভোলায় জেলা বিএনপি’র সিনিয়র নেতৃবৃন্দের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করায় জেলা আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মো. কবির হোসেনের বিরুদ্ধে প্রতিবাদ সভা করেছে জেলা শ্রমিকদল।
শনিবার (২৬ অক্টোবর) সকাল ১১ টায় জেলা বিএনপি কার্যালয়ে জেলা শ্রমিকদলের আয়োজিত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা কবির হোসেনকে প্রকাশিত ভিডিও বার্তায় বক্তব্যের জন্য দলের সবার কাছে ক্ষমা চাওয়ার দাবি জানান।
শ্রমিক দলের কেন্দ্রীয় নির্বাহী সদস্য, বরিশাল বিভাগীয় সহ-সভাপতি ও ভোলা জেলা শ্রমিকদলের সভাপতি মোঃ শহিদুল আলম মানিক এর সভাপতিত্বে জেলা শ্রমিকদলের সিনিয়র যুগ্ম-সম্পাদক আব্দুল্লাহ আল মামুন এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মোঃ এনামুল হক। এ সময় উক্ত কুরুচিপূর্ণ বক্তব্যের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করে বক্তব্য রাখেন থানা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মোঃ হেলাল উদ্দিন।
সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক তানভীর হোসেন তালুকদার।
এ সময় জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শ্রমিকদল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।