ভোলায় পিডিএফ’র সাধারণ সভা অনুষ্ঠিত

ভোলার কথা
স্টাফ রিপোর্টার সম্পাদক
প্রকাশিত: ৮:০৬ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২৪

স্টাফ রিপোর্টারঃ

পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন পিডিএফ কর্মচারী ইউনিয়ন জাতীয়তাবাদী শ্রমিক দলের অন্তর্ভুক্ত ভোলা অঞ্চলের ফিল্ড পর্যায়ের কর্মচারী ইউনিয়ন নিয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের চিলি চাইনিজ রেস্টুরেন্ট এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন পিডিএফ কর্মচারী ইউনিয়ন ঢাকা সভাপতি মোঃ আমির হোসেন।

বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক মোঃ জামাল উদ্দিন, জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ভোলা জেলা সভাপতি শহিদুল ইসলাম মানিক, ভোলা জেলা সাধারণ সম্পাদক মোঃ তানভীর হোসেন তালুকদার। প্রধান বক্তা ছিলেন পিডিএফ কর্মচারী ইউনিয়ন ঢাকা সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল হক ।

সভায় পিডিএফ কর্মচারী ইউনিয়ন জাতীয়তাবাদী শ্রমিক দলের অন্তর্ভুক্ত কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ এছাড়াও পিডিএফ কর্মচারী ইউনিয়ন ঢাকা কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আবুল হোসেন, মোঃ শামসুদোহা বিপ্লব, সহ-সভাপতি মোঃ সেলিম উদ্দিন এবং ভোলা অঞ্চলের ফিল্ড পর্যায়ের কর্মচারীবৃন্দ উপস্থিত হয়ে তাদের বিগত সরকারের আমলে বৈষম্যের শিকার হয়েছেন তা পরিবর্তন করে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তৃণমূল পর্যায়ে পিডিএফ কর্মচারী ইউনিয়ন জাতীয়তাবাদী শ্রমিক দলের অন্তর্ভুক্ত দাবি সমূহ বাস্তবায়ন করার দাবি জানান।

দিনব্যাপী সাধারণ সভায় পিডিএফ কর্মচারী ইউনিয়ন ভোলা অঞ্চলের জন্য মোঃ রাসেল কে সভাপতি, মোঃ নিয়াজ মোর্শেদ কে সাধারণ সম্পাদক ও নূর নবীকে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের ঘোষণা দেন। এছাড়াও মনিরুল ইসলামকে কার্যকর সভাপতি করে ২০ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ পিডিএফ কর্মচারী ইউনিয়ন জাতীয়তাবাদী শ্রমিক দল নেতা আগামী পথচলা সুন্দর ভাবে চালানোর জন্য এবং কর্মচারীদের বৈষম্যের শিকার হয়েছেন তাদের সমস্যা সমাধান করে দেয়ার আশ্বাস দেন।