ভোলায় ১১ জেলে আটক, ৯ জনের বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা

ভোলার কথা
স্টাফ রিপোর্টার সম্পাদক
প্রকাশিত: ৮:৫৭ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২৪

স্টাফ রিপোর্টারঃ

ভোলা সদর উপজেলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে মা ইলিশ রক্ষা অভিযানে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ আহরণ করায় ১১ জন জেলেকে আটক করা হয়। তেঁতুলিয়া নদীতে ৪ জন ও মেঘনা নদীতে ৭ জনকে আটক করা হয়। এ সময়ে তেঁতুলিয়া নদী থেকে ২টি নৌকা, ১০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল এবং ৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আহসান এর মোবাইল কোর্টে ৩ জনকে ১৫ দিন করে কারাদন্ড এবং ১জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়। জব্দকৃত ২টি নৌকা ৪৭ হাজার ৬শ’ টাকায় নিলাম করা হয়, জব্দকৃত জাল বিধিমোতাবেক বিনষ্ট করা হয় এবং জব্দকৃত ইলিশ এতিমখানায় বিতরণ করা হয়।

এছাড়া মেঘনা নদীতে আটককৃত ৭জন অসাধু জেলেকে উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল মোবাইল কোর্টের মাধ্যমে ১ জন মুচলেকা, ১জনকে ২ হাজার টাকা জরিমানা, ৪ জনের ১৫ দিনের কারাদন্ড এবং ১ জনের ৭ দিনের কারাদন্ড প্রদান করেন। এবং ৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ২০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।