যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমান গাঁজা,ফেনসিডিল সহ আটক ৫

ভোলার কথা
স্টাফ রিপোর্টার সম্পাদক
প্রকাশিত: ৩:৩৫ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২৪

স্টাফ রিপোর্টারঃ

ভোলায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল ও গাঁজাসহ ৫ জন মাদক কারবারি কে আটক করা হয়েছে ।

বুধবার ২ অক্টোবর রাত সাড়ে ১১ টার দিকে সদরের বাপ্তা পাইলট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন রিপন, আরিফ, রাজিব, শাকিব, ও শহীদ।

অভিযানে ভোলা সদরের বাপ্তা পাইলট এলাকায় মোঃ শহিদুল এর গোপন আসানা তল্লাশী করে ১৮৭ বোতল ফেন্সিডিল, ২৮.৫ কেজি গাঁজা, ১৭ পিস ইয়াবা, ০১ রাম-দা, ০৬ টি স্মার্ট ফোন এবং নগদ ৩২,০৮০ টাকাসহ ০৫ জনকে আটক করা হয়। এই অভিযানে বাংলাদেশ নৌবাহিনী, পুলিশ এবং র‍্যাব সক্রিয়ভাবে অংশগ্রহন করে।

ভোলা নৌ লেফটেন্যান্ট মুক্তাদির ইসলাম জানান গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি দল সদর উপজেলার বাপ্তা ইউনিয়ন এ অভিযান চালায় সেখানকার পাইলট সংলগ্ন মাদক কারবারি শহিদুলের গোপন আস্তানায় অভিযান চালানো হয় সেখানে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়েছে মিডিয়া বিরূপ করে যৌথবাহিনী আরো জানায় ভোলা সদর উপজেলা ও তৎসংলগ্ন এলাকায় পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী শহিদুল এর নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে যার পরিপ্রেক্ষিতে নৌ বাহিনী পুলিশ ও র‍্যাব যৌথ অভিযান পরিচালনা করা হয়।

যৌথ বাহিনী কর্তৃক ভবিষ্যতেও জনসাধারণের জানমালের নিরাপত্তা এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় যৌথবাহিনী।

উল্লেখ্য, ভোলা সদর উপজেলা এলাকায় মাদক ব্যবসায়ী শহিদুল এর নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করেছে বলে জানা যায়।

এই মাদক ব্যবসায়ীর নামে একাধিক মাদক মামলা রয়েছে বলে ভোলা সদর থানা থেকে নিশ্চিত করা হয়েছে। জব্দকৃত মাদক ও মাদক ব্যবসায়ীদের ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।