ভোলায় মোতাহার মাস্টারের স্মরণে উপজেলা আ’লীগের উদ্যোগে দোয়া ও আলোচনা

ভোলার ইলিশা ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি প্রবীন আ’লীগ নেতা মরহুম মোতাহার মাস্টারের স্মরণে ভোলা সদর উপজেলা আ’লীগের আয়োজনে জেলা আ’লীগ কার্যালয়ে দোয়া ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ফেব্রয়ারি) সন্ধ্যায় জেলা আ’লীগ কার্যালয়ে এই দোয়া ও আলোচনা আয়োজন করেন উপজেলা আ’লীগ।
এসময় উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এর আলহাজ্ব মোশারেফ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু। অনুষ্ঠানটি উপস্থপনা করেন উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আজিজুল ইসলাম।
দোয়া আলোচনায় উপস্থিত ছিলেন জেলা আ’লীগের দপ্তর সম্পাদক ইলিয়াস, উপদপ্তর সম্পাদক সামসুদ্দিন আহমেদ, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদ মোঃ সিরাজুল ইসলাম, জেলা বাসমালিক সমিতির সাধারন সম্পাদক আবুল কালাম প্রমুখ।
এসময় উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন বলেন, প্রবীন আ’লীগ নেতা মরহুম মোতাহার মাস্টার একজন আর্দশবান শিক্ষক ছিলেন। তার রাজনৈতিক জীবনে কোন চাওয়া পাওয়া ছিলো না। তিনি ছিলেন নীরহংকারী একজন সাদা মাঠা মানুষ। আমি তার আতœার মাগফেরাত কামনায় দোয়া করছি। মহান আল্লাহপাক যেন তাকে বেহস্ত নচিব করেন। এবং তার শোক সন্তপ্ত পরিবারের জন্য সমবেদনা রইল। পরে মরহুমের মাগফেরাত কামনায় দলীয় কার্যালয়ে কোট মসজিদের ইমাম মোনাজাত পনিচালনা করে তার রুহের মাঘফেরাত কামনা করে মোনাজাত শেষ করেন।