দ্বি-বার্ষিক সম্মেলন ও সংবর্ধনা মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক-কর্মচারী কল্যাণ তহবিলের

ভোলার কথা
স্টাফ রিপোর্টার সম্পাদক
প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২৪

স্টাফ রিপোর্টারঃ

ভোলায় মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক কর্মচারী কল্যাণ তহবিল এর দ্বি-বার্ষিক সম্মেলন ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) মাছুমা খানম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়।

প্রথম পর্বের সংবর্ধনা অনুষ্ঠানে নাসরিন মাধ্যমিক বিদ্যালয়ের সহ-প্রধান শিক্ষক মোঃ জামাল হোসেনর সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি ছিলেন মাছুমা খানম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইব্রাহিম। পবিত্র কোরআন তেলওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে প্রথমেই মৃত্যু শিক্ষকদের জন্য দোয়া পরিচালনা করেন মাছুমা খানম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ইসমাইল হোসেন।

এর পরে বিভিন্ন বিদ্যলয়ের শিক্ষক প্রতিনিধিগণ সংবর্ধতি প্রধান শিক্ষকগণকে ফুলেল শুভেচ্ছা বরণ করে নেন। অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক চরনোয়াবাদ মুসলিম মাধ্যমিক বিদ্যলয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ আনোয়ার পারভেজ।

এরপর সংবর্ধিত প্রধান শিক্ষকদের মধ্য থেকে বক্তব্য রাখেন চরগুমানী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ শাহাবুদ্দীন, ভোলা পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহমান, মনেজা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাহানুর বেগম, ব্যাংকের হাট কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইসমাইল, খড়কী ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রাজ্জাক, পশ্চিম জয়নগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাসির উদ্দিন, শতদশকাঠী সতীলক্ষ্মী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ কুমার হালদার, চরনোয়াবাদ মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবি আবদুল্লাহ, চরসামাইয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম. ডি মোস্তাফিজুর রহমান, তৈয়বা খাতুন মডেল একাডেমীর প্রধান শিক্ষক মোঃ রিয়াজ উদ্দিন, চরসামাইয়া বন্ধুজন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ সহিদ তালুকদার এবং সংগঠনের পক্ষ থেকে শহীদ জিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ ইউনুছ শরীফ।

সংবর্ধিত মোট ১৯ জন প্রধান শিক্ষকের মধ্যে অন্যন্যরা হলেন ভোলা আব্দুর রব স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাফিয়া খাতুন, হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ টিপু সুলতান, চন্দ্রপ্রসাদ কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাইনুল ইসলাম জুয়েল, পরাণগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ রব এবং মরহুম হাবিবুর রহমান, গাজিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমরান হোসেন রনি ও মোর্শেদ আলম নোমান এবং ওবায়েদুল বাবুল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা ইয়াসমিন। সংগঠনের পক্ষ থেকে আমন্ত্রিত অতিথি ও সংবর্ধিত অতিথিদেরকে সম্মাননা স্মারক উপহার দিয়ে অনুষ্ঠানটির প্রথমপর্ব শেষ হয়।

দ্বিতীয়পর্বে সংগঠনটির নির্বচন পরিচালনা অনুষ্ঠিত হয়। দ্বি-বার্ষিক সম্মেলনের মধ্য দিয়ে ভোলা মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক কর্মচারী কল্যাণ তহবিল এর কার্যকরী কমিটি গঠিত হয়েছে। নাসরিন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. জামাল উদ্দিন সভাপতি এবং চরনোয়াবাদ মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আনোয়ার পারভেজ সাধারণ সম্পাদক, শহীদ জিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ইউনুছ শরীফ সাংগঠনিক সম্পাদক এবং মাছুমা খানম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ইসমাইল হোসেন অর্থসম্পাদক নির্বাচিত হয়েছেন। সাধারন সভায় উপস্থিত সকল সদস্যদের ভোটে তারা নির্বাচিত হন। উল্লেখ্য মোঃ আনোয়ার পারভেজ ৮ম বারের মতো পরপর সম্পাদক নির্বাচিত হন।

সম্মেলনের সভাপতিত্ব করেন সভাপতি মোঃ জামাল হোসেন। বিগত সভার কার্যবিবরনী পাঠ ও অনুমোদন শেষে লভ্যাংশ প্রতিবেদন পাঠ এবং অডিট রিপোর্ট প্রতিবেদন করেন অডিট কমিটির সদস্য টবগী মাধ্যমিক বিদ্যালয়ের সহ-প্রধান শিক্ষক আশরাফুল আলম। সভাপতি পুুরনো কমিটি বিলুপ্ত ঘোষনা করলে নির্বাচন পরিচালনার জন্য সভাপতি দায়িত্ব পালন করেন সংগঠনের উপদেষ্টা ও সিনিয়র বয়োজ্যেষ্ঠ সদস্য মনেজা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. হারুনুর রশিদ। তার নেতৃত্বে নির্বাচন পরিচালনার জন্য আরো দায়িত্বে ছিলেন মাওঃ মোঃ হোছাইন, মোঃ ইউনুুছ আলী, মুসরিন আক্তার, শাহজামাল নিরব, আবু তাহের এবং মোঃ ইলিয়াছ।