মতবিনিময় করলেন নবাগত ডিসি আজাদ জাহান বোরহানউদ্দিনে আশ্রয়ণের উপকার ভোগীদের সাথে
বিশেষ প্রতিনিধিঃ
ভোলার বোরহানউদ্দিনের কাচিয়া ইউনিয়নে আশ্রয়ণে অবস্থানরত ভূমিহীন ও গৃহহীন অসহায় দুঃস্থ উপকার ভোগীদের সাথে তাদের সুখে-দুখে অংশ নিতে মতবিনিময় সভা করেছেন ভোলার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আজাদ জাহান।
২০ সেপ্টেম্বর শুক্রবার বিকালে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার কাচিয়া ইউনিয়নের পদ্মা মনসার আশ্রয়ণ ২ প্রকল্পের উপকার-ভোগীদের সাথে মতামত বিনিময় করেন তিনি। এ সময় ভোলা জেলা প্রশাসক আজাদ জাহান বলেন,আমি ভোলায় ভোলার মানুষের জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছি,আমি চাই প্রতিটি স্তরের মানুষের সুখে-দুঃখে অংশীদার হতে,ভোলা জেলা প্রশাসন সব সময় দল মত নির্বিশেষে সকল স্তরের মানুষের জন্য কাজ করে যাবে,আপনাদের যে কোন প্রয়োজনে আমাকে পাশে পাবেন,আপনাদের জন্য ২৪ ঘন্টা আমার দরজা খোলা রয়েছে।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপসচিব মোঃ সাইফুল ইসলাম। এ সময় আরো বক্তব্য রাখেন,বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান-উজ্জামান,উপজেলা সহকারী কমিশনার( ভূমি) মেহেদী হাসান,বোরহানউদ্দিন থানার ওসি জাব্বারুল ইসলাম প্রমুখ। মতবিনিময় সভা শেষে বিভিন্ন স্থানে বৃক্ষরোপন করা হয়।