প্রকাশিত: ৮:৫৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২৪
শিক্ষককে লাঞ্ছনার প্রতিবাদে ভোলায় মানববন্ধন অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টারঃ
শিক্ষা ভবন, ঢাকায় সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেসিপ) প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী দ্বারা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক লাঞ্ছনার ঘটনার প্রতিবাদে সারাদেশের ন্যায় ভোলায় মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষকরা।
বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ভোলা প্রেসক্লাবের সামনে বৈষম্যবিরোধী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও বাংলাদেশ সরকারি মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সমিতির শিক্ষকবৃন্দের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক খলিলুর রহমান, জামাল উদ্দিন, আমির ফয়সাল, মো: মাকছুদুর রহমান, শেখ আবু তালেব, আব্দুল্লাহ আল মনির, শারমিন জাহান শ্যামলী, আব্দুর রহিম, মো: সানি, আফরোজা বেগম, আজিজুর রহমানসহ প্রমুখ।