সন্ত্রাসীরা জমি জমার বিরোদের জেদ ধরে কুপিয়েছে, আহত-৫

ভোলার কথা
ভোলা প্রতিনিধি সম্পাদক
প্রকাশিত: ৮:০৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২৪

ভোলা প্রতিনিধিঃ

ভোলা সদর উপজেলা ০৮নং আলীনগর ইউনিয়নে ০৮ নং ওয়ার্ড রুহিতা গ্রামে ফরাজী বাড়ী। জমি জমার বিরোদে জের ধরে পূর্ব পরিকল্পিত ভাবে মোঃ শহিদুল ফরাজী নেত্রীতে ১। নাইম ফরাজী ২। নাজমুল ফরাজী ৩। নাহিয়ার ফরাজী ৪। বিল্লাল ৫। তনভির সহ আরো ১০ থেকে ১৫ জন সন্ত্রাসী মিলে গত ১৫ সেপ্টেম্বর সকাল ৯ঘটিকায় সময় ১। শামীম ফরাজী ২। লিটন ফরাজী ৩। আকতার ৪। নয়ন ফরাজী ৫। হাফিজুর রহমান কে এলোপাথারি পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত ফুলা জখম করে এবং গত কাল ১৮ সেপ্টেম্বর সকাল ৮ ঘটিকায় তাদের বসত ঘরে ডুকে একা পেয়ে নাছিমা বেগম ও সাথি বেগম কে এলোপাথারি কুপিয়ে পিটিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে তাদের ডাক চিৎকারে স্থানীয় লোকজন দৌড়ে আসলে সন্ত্রাস বাহিনী জীবন নাসের বিভিন্ন হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে অচতেন অবস্থায় নাছিমা ও সাথী কে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে বর্তমানে আহত নাছিমা ও সাথী মুমূর্ষ অবস্থায় ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সরজমিনে গিয়ে ও শামিম, লিটনসহ অনেকে জানান দীর্ঘ দিন যাবত আমাদের জমি আমরা ভোগদখল করে আসিতেছি। গত ১৫ সেপ্টেম্বর ২০২৪ ইং সকালে পূর্ব পরিকল্পিত ভাবে শহিদুল ফরাজী এর নেত্রীতে নাইম, নাজমুল, নাহিয়ান, বিল্লাল, তানভির সহ ১০ থেকে ১৫ জন সন্ত্রাসী দা, লোহার রড, ছেনি, লাঠি সহ বিভিন্ন ধরনের দেশীও অস্ত্র নিয়ে শামীম, লিটন, আকতার, হাফিজুর রহমানকে এলোপাথারি পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। গত কাল ১৮ সেপ্টেম্বর ২০২৪ ইং সকাল অনুমানিক ৮ ঘটিকার সময় শহিদুল ফরাজী নেত্রীতে ২য় বারের মতো উল্লেখিত সন্ত্রাসী দল দা, বগি দা, লোহা রড, লাঠি নিয়ে এসে নাছিমা ও সাথী কে একা তাদের বসত ঘরে পেয়ে এলোপাথারি কুপিয়ে পিটিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত যখম করে এবং তাদের গলায়, কানে ও ঘরে থাকা স্বর্ণ অলংকার ও নগদ টাকা নিয়ে যায়। আহতদের ডাক চিৎকারে এলাকার লোকজন এসে সন্ত্রাসী বাহিনী থেকে উদ্ধার করে অচতন অবস্থায় তাদের কে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে।

শহিদুল গং বাহিনী যাওয়ার সময় সাসিয়ে যায় আবার এক সময় তোদের কে জীবনের শেষ করে দিব। জমি নিয়ে বেশি বারাবারি করলে।

আহত ব্যক্তিগন বর্তমানে নিরাপত্তা হীনতায় ভুকছেন প্রশাষনের হস্থক্ষেপ কামনা করছেন। এলাকার লোকজন জানান পূর্বে থেকেই বিরোধীও জমি শামিম গংরা ভোগ দখল করে আসছে। বর্তমানে একটি কুচক্রী মহল পূর্ব পরিকল্পিত ভাবে এই জমি দখল করার জন্য পায়তারা দিচ্ছে এবং বেলা ১২ ঘটিকার সময় ৩য় বারের মতো শহিদুল গংরা বিরোধীয় সুপারি বাগান থেকে ছোট বড় সকল সুপারি নিয়ে যায়। এত প্রায় ১ লক্ষ টাকার সুপারি ক্ষতিগ্রস্থ হয়।