দুর্ধর্ষ ৭ সন্ত্রাসী দেশীয় অস্ত্রসহ আটক কোস্ট গার্ডের হাতে

ভোলার কথা
ভোলা প্রতিনিধি সম্পাদক
প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২৪

ভোলা প্রতিনিধিঃ

ভোলা সদর উপজেলাধীন চরসামাইয়া ইউনিয়নে বেশকিছুদিন ধরে মিজানুর রহমান মিয়াজীর নেতৃত্বে একটি দুর্ধর্ষ ডাকাতের সন্ত্রাসী দল স্থানীয় জনসাধারণেকে জিম্মি করে চাঁদাবাজী, জমিদখল ও জুলুমের মত অপকর্ম পরিচালনা করে আসছিল বলে জানা যায়। কোস্ট গার্ডের নিকট স্থানীয় ভুক্তভোগী জনসাধারণ সাহায্য চাইলে বিভিন্নভাবে প্রাণ নাশের হুমকির সম্মুখীনও হয়েছে বলে জানা যায়।

পরবর্তীতে, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৫ সেপ্টেম্বর রবিবার রাত ২৩:৩০ ঘটিকা হতে আজ ১৬ সেপ্টেম্বর সোমবার রাত ০৩:৩০ ঘটিকা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ পুলিশ’র সমন্বয়ে উক্ত এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে ভোলা জেলার সদর উপজেলাধীন চরসামাইয়া ইউনিয়নের ০৫ নং ওয়ার্ড এর আলাউদ্দিন মিয়াজী বাড়ি এবং পালোয়ান বাড়ি তল্লাশী করে সন্ত্রাসী বাহিনীর প্রধান মোঃ মিজানুর রহমান মিয়াজী (৪৫) এবং তার সহযোগী সাইফুল মাহমুদ (৩৮) মোঃ মিরাজ (২২), মোঃ শামসুদ্দিন (৫৫) মোঃ মামুন (৩০) মো: রাসেল (২৮) , আবুল কালাম (৬০)সহ সর্বমোট ০৭ জন সন্ত্রাসীকে ২৫ টি দেশীয় অস্ত্র এবং ০৮ টি কাঠের ব্যাটনসহ আটক করা হয়। পরবর্তীতে আটককৃত সন্ত্রাসীদের জব্দকৃত দেশীয় অস্ত্র ও সকল আলামতসহ ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়।

কোস্ট গার্ড দক্ষিণ জোনের পক্ষে এসকল বিষয়গুলো তুলে ধরেন স্টাফ অফিসার অপারেশন লেঃ কমান্ডার সালাউদ্দিন রশিদ তানভীর।