ভোলার নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা গণ্যমান্য ব্যক্তি ও সুশীল সমাজের সঙ্গে

ভোলার কথা
স্টাফ রিপোর্টার সম্পাদক
প্রকাশিত: ৩:১০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২৪

স্টাফ রিপোর্টারঃ

নবাগত পুলিশ সুপার মোঃ শরিফুল হক ভোলার বিশিষ্টজন ও সুশীল সমাজের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে মিলিত হন। গত বৃহস্পতিবার দুপুর ১১ টায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উপস্থিত থেকে অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন হিন্দু সম্প্রদায়ের নেতা অধ্যাপক দুলাল চন্দ্র ঘোষ, বিশিষ্ট সমাজসেবী ও সুজনের জেলা সভাপতি মোবাশ্বেরউল্লা চৌধুরী, দৈনিক আজকের ভোলার সম্পাদক লেখক ও সাংবাদিক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন, সাবেক সিভিল সার্জন ও বিএম এ নেতা ডাক্তার এটিএম মিজানুর রহমান, সাবেক শিল্পকলা একাডেমির সেক্রেটারি অধ্যক্ষ মাযহারুল ইসলাম, ক্লিনিক ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের সেক্রেটারি হাফিজুর রহমান, জুয়েলার্স সমিতির নেতা অবিনাশ নন্দী, অসীম সাহা, বিবার নির্বাহী পরিচালক মো: মনিরুল ইসলামসহ কোস্ট ট্রাস্ট, গ্রামীন জন উন্নয়ন সংস্থা সহ বিভিন্ন এনজিওদের প্রতিনিধিগণ।

আলোচকগণ ভোলার সামগ্রিক অবস্থা পুলিশ সুপারের অবগতির জন্য তুলে ধরেন। বিশেষ করে সাম্প্রতিক গণঅভ্যুত্থানের সময়কার বিভিন্ন বিষয় এবং পুলিশ সম্পৃক্ত বিভিন্ন সমস্যার কথা উপস্থাপন করেন। তারা বলেন পুলিশ বিভাগ রাষ্ট্র ও সমাজের অপরিহার্য অংশ। পুলিশবিহীন বাংলাদেশের অবস্থা কি তা আমরা সম্প্রতি দেখতে পেয়েছি। তারা দুর্নীতি মুক্ত গণবান্ধব পুলিশ বাহিনী গড়ে তোলার আহ্বান জানান।

পুলিশ সুপার মোঃ শরিফুল হক বলেন, পুলিশ হবে জনগণের বন্ধু থানাগুলো হবে নির্যাতিত নিপীড়িত জনমানুষের আশ্রয়স্থল। তিনি দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগের সঙ্গে পুলিশ বিভাগের সংস্কারের কথা তুলে ধরেন। তিনি বলেন অতীতের ভুল ভ্রান্তি থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে ন্যায় ভিত্তিক বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠায় সকলকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি ভোলার সর্বস্তরের জনগণের বিশেষ করে প্রতিনিধিত্বশীল সুশীল সমাজ, রাজনীতিবিদ সমাজসেবী, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতা কামনা করেন।