ভোলায় বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
ভোলা প্রতিনিধিঃ
ভোলায় বিএনপির ৪৬তম প্রতিষ্ঠ বার্ষিকী পালিত হয়েছে। রবিবার (১ সেপ্টেম্বর) ভোলা বড় জামে মসজিদে দোয়া মাহফিলের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে শ্রমিক দল ভোলা জেলা শাখা।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মোঃ রাইসুল আলম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ লিয়াকত আলী, জেলা শ্রমিক দলের সভাপতি সহিদুল আলম মানিক, সাধারণ সম্পাদক মোঃ তানভীর হোসেন তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মামুন আব্দুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মোঃ আজিজুল হক, থানা শ্রমিক দলের আহ্বায়ক আওলাদ হোসেন বাহার, সদস্য সচিব আব্দুল কাদের বিপ্লব, থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইব্রাহিম খলিলসহ জেলা শ্রমিকদল, থানা শ্রমিকদল, পৌর শ্রমিকদল, ইউনিয়ন শ্রমিকদলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া মোনাজাত পরিচালনা করেন বড় জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ নুরে আলম।