প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২৪
মাসব্যাপী পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নিজস্ব প্রতিবেদকঃ
ভোলায় মাসব্যাপী পরিস্কার পরিচ্ছন্ন অভিযান শুরু হয়েছে। আজ শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে জেলা প্রশাসন ও পৌরসভার আয়োজনে এবং বিডি ক্লিনের সহযোগিতায় জেলা প্রশাসক আরিফুজ্জামান এ পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান কর্মসূচীর শুভ উদ্বোধন ঘোষণা করেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌরসভা প্রশাসন আমির খশরু সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আরিফুজ্জামান বলেন, শুধু ভোলা পৌরসভার এলাকাই নয়, পাশাপাশি সকলের সহযোগিতায় পুরো ভোলাকেই পরিষ্কার পরিচ্ছন্নতার আওতায় নিয়ে আসার জন্য আহবান জানান। এসময় ভোলা জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলমসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। পরে বিডি ক্লিন এর সহযোগিতায় কোর্ট মসজিদের পুকুরের কচুরিপানা অপসারণসহ শহরের বিভিন্ন এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়।