ভোলায় বীরশ্রেষ্ঠ মোহাম্মদ মোস্তফা কামাল ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
স্টাফ রিপোর্টার।
ভোলায় বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রবিবার (৩১ জানুয়ারি) বিকালে ভোলা শহরের উকিলপাড়াস্থ গোরস্তান সড়ক সংঘগ্ন সংগঠনটি ভোলা জেলা কার্যালয়ে নিজস্ব অর্থায়নে শতাধিক অসহায় এবং দুস্থ মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উপস্থিত ছিলেন,বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল ফাউন্ডেশনের ভোলা জেলা শাখার সভাপতি মোঃ মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহিন আলম, প্রচার সম্পাদক মোঃ বাবুল যুগ্মসাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরাজ, সদস্য মোহাম্মদ নাসিম, মোহাম্মদ মাইনুদ্দিন প্রমুখ।
এসময় বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল ফাউন্ডেশনের ভোলা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহিন আলম বলেন, শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ, এ এক অন্য রকম অনুভূতি। গরিবদের জন্য সবাই যদি এভাবে এগিয়ে আসত, তাহলে কাউকে কষ্ট করতে হতো না।