রিয়াজ’কে ধরিয়ে দিন, ধরিয়ে দিতে পারলে পুরস্কার
(স্টাফ রিপোর্টার) রাকিব হাওলাদারঃ নিম্মের ছবির ছেলেটির নাম মোঃ রিয়াজ, ভোলা সদর উপজেলার ২নং পূর্ব ইলিশা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মোঃ সুলতান আহমেদ এর ছেলে, গতকাল (২৬ জানুয়ারি) বিকালে পারিবারিক ভাবে ঝগড়া করে ছেলেকে বাড়ি থেকে বের করে দেয় সুলতান আহমেদ। বাড়িতে স্থান না পেয়ে ছেলেটি রাতের আধারে পার্শবত্বী গ্রামের ২নং ওয়ার্ডের মাদ্রাসা বাজার এলাকার মোঃ মঞ্জুর আলমের বসতঘরে অবস্থান নিয়ে রাতের খাবার গেয়ে ঘুমিয়ে যায়, পরে রাতের আনুমানিক ৩টার দিকে ঐ ঘরের ৫০,০০০টাকা ও একটি এন্ড্রুয়েড মোবাইল এবং স্বর্ণঅলংকার নিয়ে পালিয়ে গেছে।
এদিকে নিয়ে যাওয়া মোবাইলের জন্য ভোলা সদর মডেল থানায় একটি সাধারন ডায়েরি করা হয়েছে যাহার নাম্বার (১২৭১)।
উল্লেখিত ব্যাক্তির কোন পরিচয় কিংবা সংবাদ পাওয়া গেলে নিম্ম ঠিকানায় যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা গেলো।
যোগাযোগঃ মোবাইল নাম্বার-০১৭৭৪৭৯০১৪১,০১৯২৪০৯৫৭৪২