ভোলা মহনা ডায়াগনস্টিক এন্ড হাসপাতাল এ ভুল অপারেশনে এক প্রসতি মায়ের মৃত্যু অভিযোগ পাওয়া গেছে
স্টাফ রিপোর্টারঃ
ভোলা সদর উপজেলা পশ্চিম ইলিশা ৯ নং ওয়ার্ড সদুর চর এলাকায় জালাল আহম্মদ পাঠোয়ারি বাড়ীর মেয়ে নাছিমা আক্তার বয়স ৩৪ বছর ১৮ মে ২০২২ সন্ধা ৬ টার সময় মহনা ডায়াগনস্টিক এন্ড হাসপাতাল এ ভর্তি করেন, ১৯ মে সকাল ৭ টার তাকে সকল পরিক্ষা নিরীক্ষা না করে আংশিক পরিক্ষা করে সিজার অপারেশন করেন, অপারেশন সঠিক ভাবে না হওয়ায় মে সন্তান অপসারন করার পর প্রসুতির অবস্থা আসংখ্যা জনক হওয়ায় তাকে তাৎক্ষণিক বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল আইসিইউতে রেফার করেন, আজ ২০ মে ২০২২ বেলা ১২ টার দিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ,
এ বিষয় প্রসুতি নাছিমা আক্তার এর স্বামী মোঃ মাকসুদুর রহমান ভাই আজম এনায়েত উল্যা,ভাই আরিফ, তালোই মোশারেফ হোসেন,সহ অনেকে জানান, ভোলা মহনা ডায়াগনস্টিক এন্ড হাসপাতাল এর ভুল চিকিৎসার কারণে, মৃত্যুবরণ করেন, আমরা এর বিচার দাবি করছি প্রশাসনের কাছে , সামনের দিকে এ সমস্ত ডায়াবেটিস গুলো এমন তদন্ত সাপেক্ষে বন্ধ বা সিলগালা না করলে ভোলার সকল মানুষ এর জীবনের নিরাপত্তা সম্মুখীন হয়ে দাঁড়াবে,
এ বিষয় ডাঃ পয়সাল এবং মহনা ডায়াগনস্টিক সেন্টারের ডাইরেক্টর মোঃ জামাল উদ্দিন এর সাথে আলাপ কালে জানান আমরা সঠিক ভাবে অপারেশন করার চেস্টা করেছি, হঠাত করে রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তৎক্ষণাৎ বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল আইসিউতে রেফার করেছি,
মৃত নাছিমার পরিবার জানান এ বিযয়ে মামলার প্রস্তুতি চলছে ,
আরো আসতেছে আগামি পর্বে