প্রকাশিত: ১০:৪৪ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২২
ভোলায় ইটভাটা মালিকের মৃত্যুতে ইটভাটা মালিক সমিতির শোক প্রকাশ
ইয়াছিনুল ঈমন, ভোলা প্রতিনিধিঃ ভোলার মালা ব্রিকসের স্বত্বাধিকারী আফসার উদ্দিন আফছু মিয়া শনিবার ৫ মার্চ ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ভোলা জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি ও তজুমদ্দিন উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন দুলাল, জেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব,জেলা ইটভাটা মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম কায়েদ। এক শোকবার্তায় নেতৃদ্বয় বলেন আফসার উদ্দিন আফছু মিয়া দীর্ঘদিন সততার সাথে ব্যবসা করে গিয়েছেন। তিনি ছিলেন একজন সদালাপী মানুষ । মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি যেন মহান আল্লাহতালা তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। পাশাপাশি মরহুমের শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।