ভোলার শিবপুর ৮ নং ওয়ার্ড গত কাল গভীর রাতে বিভিন্ন স্থানে বোমা নিক্ষেপ,
ভোলা প্রতিনিধি।।
ভোলা সদর উপজেলা শিবপুর ইউনিয়ন মধ্য রতনপুর ৮ নং ওয়ার্ড এ গত কাল রাত ১ টা ৩০ মিনিট থেকে ২ টা পর্যন্ত কেতারি মালেকের বোন রিজিয়ার বাড়ির সামনে দুটি বোমা নিক্ষেপ করে, পরবর্তীতে ১০ থেকে ১৫ মিনিট পর ওই এলাকার ছালেম ব্যাপারী দরজায় আরেকটি বোমা নিক্ষেপ করে,, আবার কিছুক্ষণ পর ওই এলাকার পোলাপান পারি , সহ বিভিন্ন জায়গায় সর্বমোট ৮ থেকে ১০ টি বোমা নিক্ষেপ করে, উক্ত এলাকা বশির, মনির সহ অনেকে জানান বাংলাদেশ গত মধ্য রাতে মধ্য রতনপুর ৮ নং ওয়ার্ড অর্থাৎ আমাদের এলাকায় কে বা কাহারা ৮ থেকে ১০ টি বোমা নিক্ষেপ করে, এতে অত্র এলাকার বিদ্যা ছোট বাচ্চা এবং ঘুমিয়ে থাকা সকল লোকজন আতঙ্কিত হয়ে পড়ে এবং ঘুম থেকে চিৎকার মেরে উঠে কিছু কিছু বাচ্চাদের অবস্থা অসুস্থ হয়ে পড়ে , বর্তমানে এলাকার লোকজন আতংক বিরাজ করছে,এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ওসি মোঃ এনায়েত হোসেন এর সাথে আলাপ কালে তিনি জানান এ বিষয়ে তদন্ত চলছে,