ভোলা ভেদুরিয়ায় ব্যাটারি চোর আটক
ভোলা প্রতিনিধি !!
ভোলায় সিসি ক্যামেরার ফুটেজ দেখে ব্যাটারি চালিত বোরাকের ব্যাটারি চোর শাকিল নামে একজনকে আটক করে এলাকাবাসী।
বুধবার (১ সেপ্টেম্বর) ১১:৩০ মিঃ ভেদুরিয়া ইউনিয়নে ৬ নং ওয়ার্ডে এঘটনা ঘটে।
আটককৃত শাকিল ভেদুরিয়া ৬ নং ওয়ার্ডের ইদ্রিস এর ছেলে বলে জানাযায়।
সূত্রে জানাযায়, গত সোমবার (৩০ আগস্ট) ভেদুরিয়া লঞ্চ ঘাট এলাকা থেকে সন্ধ্যার পর একটি বোরাক চুরি হয়। চুরি হওয়া বোরাকটি লঞ্চঘাট থেকে কিছু দূরে পাওয়া যায় বোরাকটি পাওয়া গেলেও তার ভিতরে থাকা পাঁচটি ব্যাটারির একটি ব্যাটারি পাওয়া যায়নি। চোর ধরার জন্য লঞ্চ ঘাট এলাকার ডালিম নামে এক ব্যবসায়ীর সিসি ক্যামেরার ফুটেজ চেক করা হয়। সেই ফুটেজে চোর চিহ্নিত হলে তাকে এলাকাবাসী আটক করে ইউনিয়ন পরিষদে নিয়ে আসে পরবর্তীতে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয় ।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান,চোর আটক এর সাথে তার কাছে পাঁচটি চুরি করা ব্যাটারি পাওয়া যায়।বাদি কোন মামলা দিতে রাজি না হলেও,একাধিক অটো চুরি হওয়ার কারণে আমরা তাকে মামলার আওতায় আনবো।