দক্ষিণ কোড়ালিয়া মাদ্রাসার আয়োজনে জাতীয় শোক দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ভোলার কথা
ভোলার কথা সম্পাদক
প্রকাশিত: ১২:০৮ পূর্বাহ্ণ, আগস্ট ১৬, ২০২১

 

ইয়াছিনুল ঈমন।
ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নে অবস্থিত দক্ষিণ কোরালিয়া দাখিল মাদ্রাসার আয়োজনে জাতীয় শোক দিবস ও স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । ১৫ আগস্ট রবিবার সকাল ১১ টায় মাদ্রাসার হল রুম মিলনায়তনে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাদ্রাসার সুপার মাওলানা মোঃ হারুন এর সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ইয়াছিনুল ঈমন, মাদ্রাসার সহকারী সুপার মোঃ খলিলুর রহমান, সহকারী মৌলভী মোহাম্মদ আবু ইউসুফ, সহকারী শিক্ষক মোঃ মিজানুর রহমান, সহকারি শিক্ষক মোহাম্মদ ইকবাল , সহকারি শিক্ষক মোঃ শফিউল্লাহ প্রমুখ । আলোচনা সভায় বক্তারা স্বাধীনতার স্থপতি মরহুম শেখ মুজিবুর রহমানের জীবনের বিভিন্ন আলোকিত দিক সম্পর্কে আলোচনা করেন ও তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করা হয় ।