ইলিশায় সড়ক দূর্ঘটনায় ১ জনের মৃত্যু
ইলিশা প্রতিনিধি।।
ভোলা সদরের ইলিশায় মাহিন্দ্রা-অটোরিক্সা সংঘর্ষে মোঃ নোমান (২২) নামে ১ যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো অন্তত ৫ জন আহত হয়েছে তারা প্রাথমিক ভাবে চিকিৎসা নিচ্ছেন বলে জানাযায় তাৎক্ষনিক ভাবে তাদের পরিচয় শনাক্ত করা যায়নি।
শুক্রবার (২৮ মে) দুপুরে সদর উপজেলার ২নং ইলিশা ইউনিয়নের তুলাতলী নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে।
নিহত নোমান লালমোহন উপজেলার ধলী গৌরনগর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মোঃ সেলিম এর ছেলে বলে জানাগেছে।
স্থানীয় সূত্রে জানাগেছে, দুপুরে পরানগঞ্জ বাজার হইতে জংশন ফেরিঘাটের উদ্দ্যোশে একটি অটোরিক্সা ২জন যাত্রী নিয়ে যাচ্ছিলেন, অপরদিক হইতে একটি মাহিন্দ্রা জংশন লঞ্চঘাট হইতে ৫ জন যাত্রী নিয়ে ভোলার উদ্দ্যেশে রওয়ানা হয়ে যাচ্ছিলেন। উভয় যানবহন ভোলা টু লক্ষীপুর সড়কের তুলাতলী নামক স্থানে এসে একে অপরের মুখোমুখি সংঘর্ষ হয়ে এসময় অটোরিক্সায় থাকায় দুই যাত্রীসহ ড্রাইভার এবং মাহিন্দ্রা থাকায় যাত্রীরা পড়ে যায় এসময় নোমান গুরুতর আহত হন। তার অবস্থা আশংকাজনক দেখে স্থানীয়রা তাকে দ্রুত ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। নোমান চিকিৎসাধীন অবস্থায় তিনি সদর হাসপাতালে মারাযান।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভোলা সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ রুবেল। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলেও জানান তিনি।