প্রকাশিত: ১০:৪১ পূর্বাহ্ণ, এপ্রিল ২৭, ২০২১
২৫০ গ্রাম গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার।
স্টাফ রিপোর্টারঃ
অফিসার জেলা গোয়েন্দা শাখা ভোলার সার্বিক তত্ত্বাবধানে ২৬-০৪-২০২১ তারিখ রাত্র ২১:৩০ ঘটিকায় এস. আই (নিঃ) রিপন মুড়ি সংগীয় ফোর্স, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভোলা, মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে সদর মডেল থানাধীন পূর্ব ইলিশা ইউনিয়নের ০৮নং ওয়ার্ড এলাকা হইতে আসামী ১। মোঃ নাগর (৩৮), পিতা- মোঃ রুহুল আমিন, সাং- পৌর ০৫ নং ওয়ার্ড, ২৷ মোঃ নিরব (৩৫), পিতা- মৃত দুলাল, সাং- চরমোনষা ০৮নং ওয়ার্ড রাজাপুর ইউপি, উভয় থানা ও জেলা- ভোলাদ্বয়কে ২৫০ (দুইশত পঞ্চাশ) গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা সহ গ্রেফতার করেন। তাদের বিরুদ্ধে পূর্বেও মাদক মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদক মামলা রুজু হয়েছে।