ভোলায় করোনায় আরো এক নারীর মৃত্যু, নতুন শনাক্ত ১৯

ভোলার কথা
ভোলার কথা সম্পাদক
প্রকাশিত: ৪:৪৩ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২১

 

স্টাফ রিপোর্টার।।
ভোলায় করোনা আক্রান্ত হয়ে আরো এক নারীর মৃত্যু হয়েছে। তার নাম ফিরোজা বেগম (৬৫)। তিনি সদর উপজেলার কানাই নগর গ্রামের বাসিন্দা। বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এ নিয়ে ভোলা জেলায় করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে ২২ জন। এছাড়াও গত ২৪ ঘন্টায় আরো ১৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১ হাজার ৬৯২ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ১৬৪ জন। সোমবার (২৬ এপ্রিল) সকালে ভোলা সিভিল সার্জন দপ্তর এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র আরো জানান, রবিবার ভোলা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আরটিপিসিআর ল্যাবে ১০৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ভোলা সদরে ৫ জন, দৌলতখানে ৩ জন, বোরহানউদ্দিনে ১ জন ও চরফ্যাসন উপজেলার ১০ জন বাসিন্দার করোনা শনাক্ত হয়েছে। এদিকে আক্রান্তদের মধ্যে ৩১ জন ভোলা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে করোনা ইউনিটে ভর্তি রয়েছে। বাকীরা নিজ নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।