ভোলায় কোস্ট ফাউন্ডেশন জলবায়ু ফোরামের উদ্যোগে করোনা সচেতনামূলক উঠান বৈঠক।
স্টাফ রিপোর্টার।।
কোস্ট ফাউন্ডেশন জলবায়ু ফোরাম ভোলা সদর উপজেলার উদ্যোগে পৃথক পৃথক ভাবে ৩টি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ মার্চ) বিকালে ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডে জালাল মহরী রাড়িতে করোনা সচেতনতা মূলক নারী সভায় মাক্স সাবান ও হেন্ড সেন্টাইজার ব্যাবহার এবং করোনার ভ্যাক্সিন নেওয়ার জন্য পরামর্শ প্রধান করা হয়।
ভোলা সদর উপজেলা জলবায়ু ফোরাম সভাপতি মোহাম্মল হক মিলনের সভাপতিতে, বক্তব্য রাখেন কোস্ট ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার রাজিব ঘোস, জলবায়ু ফোরামের সদস্য শিমুল, হালিমা খাতুন, ছাব্বির হোসেনসহ অরো অন্যানো সদস্যরা, উপস্থিত নারীদের মাঝে করোনার ২য় দাপ নিয়ে সচেতন করেন।
অন্যদিকে, ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের, ১ ও ৩ নং ওয়ার্ডে ২টি নারী সমাবেশের করোনার ভ্যাক্সিন, মাক্স ও সাবান ব্যাবহারের গুরুত্ব তুলে ধরেন। বক্তব্য রাখেন মোকাম্মেল হক মিলন, সদস্য শিমুল ও করোনার ভ্যাক্সিন গ্রহন কারী মোঃ ছোটন।
ঐ সমাবেশে ছোটন বলেন, আমি নিজে তরোনার ভ্যাক্সিনটি গ্রহন করেছি, এতে ভয়ের কোন কারন নাই, ভ্যাক্সিন নেয়ার পরে হালকা জ্বর জ্বর ভাব হয়, এতে পাশ্বপ্রতিক্রিয়ার কোন বয় নাই, তাই আপনারা সবাই ভ্যাক্সিনটি গ্রহন করুন, এবং সুস্থ থাকুন।