ভোলা বাংলাবাজার পাটখড়ি তে আগুন, ক্ষয়-ক্ষতি প্রায় ৩/৪ লাখ টাকা

ভোলার কথা
ভোলার কথা সম্পাদক
প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২১

 

ভোলা প্রতিনিধি,,

ভোলার প্রাণ কেন্দ্র বাংলাবাজারের মধ্যে জয়নগর ৪ নং ওয়ার্ডের খাল পাড়ে ১টি ঘর সহ হরমুলে আজ (১৬ মার্চ) বেলা ১২ঃ০৫ ঘটিকার সময় আগুন লাগে।

আগুন নিয়ন্ত্রণে ভোলা ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট ও দৌলতখান ফায়ার সার্ভিসের ১ টি ইউনিট প্রায় ১ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এবং সহযোগী হিসেবে আরো উপস্থিত ছিলেন বাংলাবাজার পুলিশ ফাঁড়ির এস আই গোলাম মোস্তফা ও এ এস আই কাজী ইউসুফ সহ বাংলাবাজার পুলিশ ফাঁড়ির সকল সঙ্গীয় ফোর্স। তাদের সকলের প্রচেষ্টায় দুপুর ১ ঘটিকার সময় আগুন নিয়ন্ত্রণে আসে।

বাংলাবাজার পুলিশ ফাঁড়ির এস আই গোলাম মোস্তফা বলেন, আজ সকাল ১২ঃ০৫ মিনিটের সময় কাজল মেম্বারের বাড়ির পূর্ব পাশে খাল পাড়ে বাবুল চন্দ্র দাস এর পাঠখড়ি তে আগুন লাগে। এবং আনুমানিক ৩/৪ লক্ষ টাকার মতো ক্ষয়- ক্ষতি হয়েছে।
তিনি আরো বলেন,ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকদের অপ্রাণ প্রচেষ্টার জন্য সকলকে ধন্যবাদ জানায়।

ভুক্তভোগী বাবুল চন্দ্র দাস বলেন,তার নতুন টিনের ঘর সহ তার সব হরমুলে আগুন লাগে এবং ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
এলাকা বাসীরা বলেন, আনুমানিক বিড়ি সিগারেট এর ধোয়া থেকে আগুন লাগে।