ভোলায় পৌর ৭ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী শাহে আলমের গণসংযোগ
ইলিয়াছ চৌধুরী।
আগামী ২৮ ফেব্রুয়ারি ভোলা পৌরসভা নির্বাচন। এ উপলক্ষে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের গণসংযোগে জমজমাট নির্বাচনী মাঠ। এরই ধারাবাহিকতায় ভোলা পৌর ৭ নং ওয়াডের কাউন্সিলর প্রার্থী মো: শাহে আলম ৭ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। এ সময় তিনি ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে উটপাখি মার্কায় ভোট চান এবং নির্বাচিত হতে পারলে উন্নয়নের বিভিন্ন প্রতিশ্রুতি দেন ।
কাউন্সিলর প্রার্থী মোঃ শাহে আলম বলেন আমি ৭ নং ওয়ার্ডের ভোটারদের কাছে গিয়ে উটপাখি মার্কায় ভোট চাচ্ছি। আমি এ ওয়ার্ডের পরপর দুইবার কাউন্সিলর এর দায়িত্ব পালন করেছি। আমার দায়িত্ব পালনের সময় এলাকায় কোন সালিশ বাণিজ্য ছিল না এবং কোন ছাঁদা বাজি ও ছিলনা । আমি সব সময় যে কোন ব্যক্তির বিপদে-আপদে পাশে থাকার চেষ্টা করেছি।মহামারী করোনা সংকটকালে ও আমার সাধ্যমত আমি ওয়ার্ডবাসীর পাশে দাঁড়িয়েছিলাম।
তাই আমি সবার কাছে দাবী করছি আমাকে উটপাখি মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করার জন্য।
গণসংযোগকালে কাউন্সিলর প্রার্থী শাহে আলম এর সাথে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।