প্রকাশিত: ১২:৫৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২১
ভোলায় ৪০০ (চারশত) গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা সহ ৩ মাদক ব্যবসায়ী আটক।
অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা ভোলার সার্বিক তত্ত্বাবধানে ১৬ ফেব্রুয়ারি ২০২১ খ্রিঃ তারিখ রাত্র ১০.১৫ ঘটিকায় এস. আই (নিঃ) মোঃ কামাল হোসেন ও সংগীয় ফোর্স, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভোলা সদর মডেল থানাধীন, ০৮নং পৌরসভার পৌর কাঠালী এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করিয়া মাদক ব্যবসায়ী ১৷ মোঃ স্বপন ভূইয়া (৪৫), পিতা- মৃত আঃ মান্নান ভূইয়া, সাং ০৮নং ওয়ার্ড পৌরকাঠালী, ২ ৷ মোঃ হাবিব বলি (২৫), পিতা- মোঃ রুহুল আমিন বলি, সাং- মধ্য রত্তনপুর ০৮নং ওয়ার্ড, শিবপুর ইউপি, উভয় থানা ভোলা সদর, ৩। রাজিব মাঝি (২৩), পিতা- মৃত শাজাহান মাঝি, সাং- ০৪নং চরপাতা, চরপাতা ইউপি, থানা দৌলতখান, সর্বজেলা ভোলাদেরকে ৪০০ (চারশত) গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা ও ২টি মোবাইল সহ গ্রেফতার করেন। মাদক মামলাপ্রক্রিয়াধীন।