বোরহানউদ্দিনে পুজা উদযাপন পরিষদের সংবাদ সম্মেলন

ভোলার কথা
বোরহানউদ্দিন প্রতিনিধি সম্পাদক
প্রকাশিত: ৫:৩৪ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২৪

বোরহানউদ্দিন প্রতিনিধিঃ

ভোলার বোরহানউদ্দিন উপজেলা পুজা উদযাপন পরিষদ এক জরুরী সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন। মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকাল ৪টায় উপজেলা ভাওয়ায়েল বাড়ি মন্দিরে উপজেলার ২০টি পুজা মন্ডপের সভাপতি-সম্পাদকের উপস্থিতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা পুজা উদ্যাপন পরিষদের সভাপতি অধ্যাপক লিটন চন্দ্র রক্ষিত ও সম্পাদক বিল্টু চন্দ্র দাস জানান, দূর্গা পুজা শুরু থেকে শেষ পর্যন্ত উপজেলা প্রশাশনের পাশাপাশি উপজেলা বিএনপি-জামায়াতের নেতা-কর্মীর সাহস ও জনবল দিয়ে তাদের সহযোগীতা করেছেন।

সভাপতি ও সম্পাদক আরো জানান, কেন্দ্রিয় বিএনপি নেতা, ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম ও তার সহ-ধর্মীনি মাফরুজা সুলতানা পুজা শুরু থেকে শেষ পর্যন্ত এলাকায় অবস্থান করে প্রতিটি মন্ডপে মন্ডপে নিজস্ব তহবিল থেকে আর্থিক অনুদানের পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় প্রতিদিন ভিজিট করেছেন প্রতিটি পুজা মন্ডপ। সর্বশেষ সদ্য সমাপ্তকৃত দূর্গাপুজা সুষ্ঠু ও সুন্দর ভাবে নিস্পন্ন হওয়ায় উপজেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতির দলগুলোকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন পুজা উদ্যাপন পরিষদ। এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।