বোরহানউদ্দিনে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে শ্রমিকের মৃত্যু

ভোলার কথা
বোরহানউদ্দিন প্রতিনিধি সম্পাদক
প্রকাশিত: ৫:১৪ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২৪

বোরহানউদ্দিন প্রতিনিধিঃ

ভবন নির্মাণের কাজে ভাইব্রেটর মেশিন চেক করতে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মোঃ সোহাগ (২৭) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (১২ অক্টোবর) বোরহানউদ্দিন পৌরসভা ৫নং ওয়ার্ডের শান্তিপাড়ায় এই দূর্ঘটনা ঘটে। নিহত শ্রমিক সোহাগ ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নে শাহে আলমের ছেলে।

নিহত সোহাগের চাচাতো ভাই মোঃ কাজল জানান, নির্মাণাধীন ভবন মালিক মাইনউদ্দিন হাজীর ভবনের ছাদ ঢালাই এর কাজ আগামীকাল, আজ ভাইব্রেটর মেশিনের বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুতারিত হয়ে সকাল ১০ টার দিকে এই দূর্ঘটনা ঘটলে, তাকে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা দেন।

নির্মাণাধীন ভবন মালিক ছানাউল্লাহ হাজী এর ছেলে মাইনউদ্দিন হাজী জানান, সোহাগ কাজের বিরতিতে গিয়ে অনাকাঙ্ক্ষিতভাবে বিদ্যুৎ তারিত হয়ে মৃত্যু বরণ করেন,তার মৃত্যুতে আমি এবং আমার পরিবার গভীরভাবে দুঃখ প্রকাশ করছি।

এ বিষয় জানতে চাইলে বোরহানউদ্দিন অফিসার ইনচার্জ (ওসি) ছিদ্দিকুর রহমান এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃত সোহাগের পরিবারের কোন অভিযোগ না থাকায় পোস্ট মর্টেম ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।