বোরহানউদ্দিনে বৈষম্য বিরোধী স্বেচ্ছাসেবী টিমকে সম্মাননা স্মারক প্রদান
নাদিয়া হাওলাদার মিষ্টিঃ
গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ত্যাগের পর দেশের সম্পদ রক্ষা, দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, যানযট নিরসন, মানুষের জান মালের নিরাপত্তা ও হিন্দুদের মন্দির পাহারাসহ ভালো কাজের স্বীকৃতি স্বরুপ ভোলার বোরহানউদ্দিনে বৈষম্য বিরোধী স্বেচ্ছাসেবী টিমকে সম্মাননা স্মারক, টি-শার্ট, হ্যান্ড গ্লাভস ও মাস্ক প্রদান করেছে মাহাবুবা-মতলেব তালুকদার ফাউন্ডেশন।
রবিবার (১৮ আগস্ট) সকালে সংগঠনের নিজস্ব কার্যালয়ে এসব প্রদান করা হয়। এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানে মাহাবুবা-মতলেব তালুকদার ফাউন্ডেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহাজাদা তালুকদার, সম্পাদক পঙ্কজ কুমার দে, বিশিষ্ট ব্যবসায়ী কায়কোবাদ মিয়া, বোরহানউদ্দিন মহিলা ডিগ্রী কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মনিরুজ্জামান, এ্যাড. আরিফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভোলা ও বোরহানউদ্দিনের সমন্বয়কগন, স্বেচ্ছাসেবী ও ছাত্ররা উপস্থিত ছিলেন।
এসময় সমন্বয়ক ও উপস্থিত বক্তাগণ ঘুষ, দুর্নীতি ও চাদাঁবাজ মুক্ত সুন্দর বাংলাদেশ গড়তে আমরণ দেশের স্বার্থে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।