ভোলা দক্ষিণ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

ভোলার কথা
নাদিয়া হাওলাদার মিষ্টি সম্পাদক
প্রকাশিত: ৯:৫০ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২৪

নাদিয়া হাওলাদার মিষ্টিঃ

দ্য রেডটাইমসের স্টাফ রিপোর্টার প্রভাষক রিপন শান কে সভাপতি, দৈনিক আমাদের বাংলার ভোলা জেলা প্রতিনিধি তরিকুল ইসলাম রণি কে সাধারণ সম্পাদক করে একুশ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করেছে ভোলা দক্ষিণ প্রেসক্লাব ।

দ্বীপজেলা ভোলার মিডিয়ানগরী কুঞ্জেরহাটে অবস্থিত গোল্ডেন সান চাইনীজ রেস্তোরাঁয় আজ বৃহস্পতিবার
১৫ .০৮. ২০২৪ বিকেলে ভোলা দক্ষিণ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি কবি রিপন শানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রণির সঞ্চালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় উপস্থিত ক্লাব সদস্যদের সর্বসম্মতিক্রমে নতুন এই কার্যনির্বাহী কমিটি গঠিত হয় ।