ভোলার বোরহানউদ্দিনে ৭ বছরের অসুস্থ স্বামীকে বাঁচাতে অসহায় স্ত্রীর সাহায্যের আবেদন

ভোলার কথা
ভোলার কথা সম্পাদক
প্রকাশিত: ৮:০২ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২২

 

মোঃ ছাইফুল ইসলাম-(জিহাদ), নিজস্ব প্রতিনিধিঃ

ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড মোল্লা বাড়ীর মোঃ ইউসুফ মোল্লা ও নিরূপা বেগম (৬৫) এর একমাত্র ছেলে মোঃ খোরশেদ আলম (৩৫) এর দীর্ঘ ৮বছর আগে দর্জি কাজ করে তার মা ও স্ত্রীকে নিয়ে সুখে শান্তিতে জীবন যাপন করতেন। কয়েক বছর পর মোঃ খোরশেদ আলমের ঘরে একটি কন্যা সন্তানের জন্ম হয়, আদর করে তার নাম রাখা হয় সুখি বেগম। তাদের নিয়ে খোরশেদ আলম সুখে শান্তিতে জীবন যাপন করতে থাকেন। কিন্তু এই সুখ তাদের ভাগ্যে বেশি দিন রইলো না।

এ বিষয়ে খোরশেদ আলমের পরিবার জানান, তাদের ঘরে কন্যা সন্তান জন্মের কয়েক মাস পরেই নাম না জানা একটি রোগে আক্রান্ত হন খোরশেদ আলম। তাদের কাছে টাকা না থাকায় তাকে কোনো উন্নত চিকিৎসা করাতে পারেননি। পরবর্তী সময়ে স্বামী চিকিৎসা ও সংসার টিকিয়ে রাখতে কাজ করতে শুরু করে তার স্ত্রী ‌।এই ভাবে খেয়ে না খেয়ে তার অসুস্থ স্বামীকে নিয়ে দীর্ঘ ৭ বছর কেটে যাওয়া আর আস্তে আস্তে খোরশেদ আলমের রোগ বৃদ্ধি। টাকার অভাবে কোনো ভাবে উন্নত চিকিৎসা করাতে পারছেন না। এভাবে’ই প্রতিদিন মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে খোরশেদ আলম। যতদিন যাচ্ছে খোরশেদ আলমের অবস্থা ততই খারাপ হচ্ছে। এখন খোরশেদ আলমের পরিবার কিছুই চায় না শুধু চায় খোরশেদ আলমকে উন্নত চিকিৎসা করাতে । তাই খোরশেদ আলমের চিকিৎসার জন্য হৃদয়বান দানশীল ব্যক্তিদের কাছে তার পরিবারের আকুল আবেদন কোন হৃদয়বান দানশীল ব্যক্তি যদি তাদেরকে সাহায্য ও আর্থিক সহযোগিতা করে, তাহলে খোরশেদ আলমের চিকিৎসা করাতে পারবেন। তাই হৃদয়বান দানশীল ব্যক্তিদের কাছে অনুরোধ আপনারা যে যেখান থেকে পারেন যেভাবে পারেন খোরশেদ আলমের পরিবারকে সহযোগিতা করে তাদের পাশে দাড়ান।

অসুস্থ খোরশেদ আলমের পরিবারের সাথে যোগাযোগ করুনঃ (বিকাশ)01402697395