বখাটে মিন্টুর হাতে শিক্ষক নির্যাতিত,,
মিলি সিকদারঃ জেলার লালমোহন উপজেলার চরভুতা ৮নং ওয়ার্ডস্ত বারু হাওলাদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আবুল কালাম মাস্টারকে ৭নং ওয়ার্ডের বাসিন্দা বখাটে, মিন্টু ড্রাইভার, অতর্কিতভাবে হামলা করার অভিযোগ পাওয়া গেছে।
উল্লেখিত আবুল কালাম মাস্টার ৮ নং ওয়ার্ডের বাসিন্দা। তিনি খুবই নিরিবিলি এবং শান্ত সৃষ্ট লোক তাহার সুদর্শন আচরণ এবং ব্যবহারে সন্তুষ্ট ওই সমাজের সকল স্তরের লোকজন।
উল্লেখিত বিষয় আবুল কালাম মাস্টার৷ ফজলে রহমান মুন্সী বাড়ী জামে মসজিদ কমিটির সদস্য।
৯/১২/২০২১ ইং সকালে প্রতিদিনের ন্যায় মসজিদ প্রাঙ্গণ দোকানের কাছে নাস্তা করার জন্য গেলে মিন্টু ড্রাইভার ও আনোয়ার হাওলাদারের মধ্যে পূর্বের ঘটনা কেন্দ্র করে কথা কাটাকাটি হয়, এ সময় আবুল কালাম মাস্টার উভয়কে চুপ থাকতে বলে। একপর্যায়ে আনোয়ার হাওলাদার চুপ করলেও ক্রোধের বশবর্তী হয়ে, মিন্টু , ড্রাইভার আবুল কালাম মাস্টারকে কিল-ঘুষি দিতে থাকে একপর্যায়ে আনোয়ার হাওলাদার ধরতে গেলে তাকেও প্লাস্টিক চেয়ার দ্বারা আঘাত করে,
পরে
মিন্টু ড্রাইভার, বর্বর হামলাকারী মিন্টু এর আগেও ওই এলাকার অনেক কে মারধর এবং কুরুচিপূর্ণ কথা বলার অভিযোগ পাওয়া গেছে।