বোরহানউদ্দিনে ডিজিটাল পদ্ধতিতে ঘুর্ণিঝড় আশ্রয়কেন্দ্র উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
বোরহানউদ্দিন প্রতিনিধিঃ
ভোলার বোরহানউদ্দিনে ডিজিটাল পদ্ধতিতে একটি ঘুর্ণিঝড় আশ্রয়কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।
রোববার (২৩ মে) বেলা ১১টায় উপজেলার মির্জাকালু সিনিয়র ফাজিল মাদ্রাসা বহুমুখী ঘুর্নিঝড় আশ্রয়কেন্দ্রটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
‘মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ১১০টি বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র, ৩০টি বন্যা আশ্রয়কেন্দ্র, ৩০টি জেলা ত্রাণ ও গুদাম কাম দুর্যোগ ব্যবস্থাপনা তথ্যকেন্দ্র ও ৫টি মুজিব কিল্লা উদ্বোধন এবং ৫০টি মুজিব কিল্লার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে।
কেন্দ্রটি উদ্বোধন উপলক্ষে মাদ্রাসা প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মির্জাকালু সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মাওঃ নুরুন্নবী, মির্জাকালু সিনিয়র ফাজিল মাদ্রাসা গভর্নিং বডি সভাপতি ও হাসান নগর ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান মানিক হাওলাদার।
এসময় আরো উপস্থিত ছিলেন, বোরহানউদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান মোঃ রাসেল আহমেদ মিয়া, বাংলাদেশ আওয়ামী লীগ টবগী ইউনিয়ন শাখার সভাপতি আলহাজ্ব সফিউল্লাহ চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ বেলায়েত হোসেন, যুবলীগ সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল হাওলাদার প্রমুখ৷