ন্যাগেটিব চরিএে অভিনেতা মাকসুদ

ভোলার কথা
ভোলার কথা সম্পাদক
প্রকাশিত: ৯:৫২ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২১

 

আশরাফুর রহমান ইমনঃ এই সময়ের আলােচিত বিজ্ঞাপন অভিনেতা কাকা মাকসুদ বিজ্ঞাপনের পাশাপাশি নিয়মিত নাটকে কাজ করে যাচ্ছেন । এরই ধারাবাহিকতায় এবার একটি ব্যতিক্রমীগল্প নিয়ে নির্মিতব্য কাওরান বাজার নামে একটি নাটকে রুস্তম সরদার চরিত্র অভিনয় করেছেন । এই প্রথম ব্যতিক্রম চরিত্রে বিন্ন লুক এ দেখতে পাবেন । এই নাটকে কাজ করে তার ভালাে লেগেছে । এই নাটকের প্রধান চরিত্রে গোলাম কিবরিয়া তানবির , মিন্তি চরিত্রে ও সালহা খানম নাদিয়া একজন সবজি বিক্রেতা হিসাবে ভিন্ন লুক এ কাজ করে আলােচনার ঝড় তুলেন । স্ম্যাক আজাদের রচনা ও পরিচালনায় একক নাটক কাওরান বাজার দেখা যাবে রাজধানীশহরের সব চেয়ে বড় বাজার । কাওরান বাজরে কাজ করে জীবিকা নিবার্হ করা সমাজের নিম্ন শ্রেনী মানুষের গল্প । এই ভিন্ন একটি গল্পে চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করার সুযােগ পেয়ে খুবই আনন্দিত । কাকা মাকসুদ আরাে বলেন “ আশা করি নাটকটি দর্শক একটি ভিন্ন গল্প উপভােগ করবেন । তিনি বিশেষ ভাবে ধন্যবাদ জানাতে চান এই নাটকের নির্মাতাকে । অত্যন্ত শ্রম দিয়ে হাজারাে মানুষের ভিড় উপেক্ষা করে নাটকটি নির্মান করেছেন ।