বাংলাবাজারে ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন

দৌলতখান প্রতিনিধিঃ
ভোলার উপশহর খ্যাত বাংলাবাজারে ইসলামী ব্যাংকের নতুন ব্রাঞ্চ উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) ১১ টায় এসএভিপি ও শাখা প্রধান মুহাম্মদ মোবাশ্বের এর সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও বরিশাল জোনের প্রধান মোঃ সরোয়ার হোসাইন। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলার বাটামারা দরবারের পীর আলহাজ্ব হযরত মাওলানা মহিবুল্যাহ।
এসময় বক্তব্য রাখেন ভোলা টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ আব্দুল কাইয়ুম, ভোলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট শিল্পপতি তরিকুল ইসলাম কায়েদ, দৌলতখান উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা আশরাফ উদ্দিন ফারুক, বাংলাবাজার রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ কামরুল ইসলাম, বাংলাবাজার কেন্দ্রীয় মসজীদ মার্কেট কমিটির সাধারণ সম্পাদক ব্যবসায়ী ছাদেক বিশ্বাস, বাংলাবাজার ব্রাঞ্চ ম্যানেজার মোঃ নজরুল ইসলাম প্রমুখ।