ভোলায় তাসরিফ লঞ্চে হামলা, আহত ৫

ভোলার কথা
আশরাফ উদ্দিন, দৌলতখান প্রতিনিধি সম্পাদক
প্রকাশিত: ৮:৩১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২৪

আশরাফ উদ্দিন, দৌলতখান প্রতিনিধিঃ

ভোলার মনপুরা লঞ্চঘাটে তাসরিফ-১ লঞ্চে হামলা করে লঞ্চের ৫ স্টাফকে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে ফারহান-৪ লঞ্চের স্টাফদের বিরুদ্ধে। আহতরা হলেন, তাসরিফ-১ লঞ্চের স্টাফ রাজিব, হেলাল, সোহাগ, শাহিন ও জাকির।

 

এদের মধ্যে গুরুতর আহত রাজিবকে বৃহস্পতিবার রাতে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরের দিকে ভোলার মনপুরা লঞ্চ ঘাটে এ হামলার ঘটনা ঘটে।

আহত রাজিব জানান, নিয়ম অনুযায়ী হাতিয়া থেকে তাসরিফ-১ লঞ্চটি ১ টার দিকে ছেড়ে মনপুরা লঞ্চঘাটে ঘাট করতে গেলে ফারহান-৪ লঞ্চের স্টাফরা বাধা দেয়। ওই সময় ফারহান-৪ লঞ্চের বেধে দেওয়া নির্ধারিত সময় শেষ হলেও তারা তাসরিফ লঞ্চকে ঘাট করতে না দিয়ে জোর করে তাদের লঞ্চে মাছের ঝুড়ি উঠান। এক পর্যায়ে ফারহান-৪ লঞ্চের সুপারভাইজার গাজীর নেতৃত্ব তাদের উপর হামলা করে। এসময় তাদের ৫ জন স্টাফ গুরতর আহত হয়।

এ ব্যাপারে ফারহান-৪ লঞ্চের সুপারভাইজার গাজি হামলার বিষয়টি অস্বীকার করেন।

এ বিষয়ে ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক জানান, অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।