প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২৪
দৌলতখানে মোঃ নাহিদ নামে ১১ বছরে ছেলে নিখোঁজ
নিউজ ডেস্কঃ
আজ ১৩ সেপ্টেম্বর (শুক্রবার) বেলা এগারোটার দিকে দৌলতখান উত্তর মাথা কাঁচাবাজার থেকে ১১ বছরের মোঃ নাহিদ নামে একটি ছেলে নিখোঁজ।
ছেলেটির বাবার নাম- মোঃ মাখসুদ, ঠিকানা- ভবানীপুর ইউনিয়ন, ৭ নং ওয়ার্ড দৌলতখান, ভোলা। বাড়ীর নাম- আইরুদ্দীন বয়াতী বাড়ী। যোগাযোগে করুন (০১৭৪৯ ৮২৯৫৫৭)।
এ সময় ছেলেটির গায়ের রং শ্যামলা, গায়ে ছিলো জাম রংঙের পাঞ্জাবী, পায়জামা ও সাদা টুপি।
যুদি কোন ব্যাক্তি ছেলেটিকে পেয়ে থাকেন অতিসত্বর দৌলতখান বাজার দক্ষিন মাথা (সেলিম ভবন) আমিন মোঃ জামাল (ছেলের চাচা) সাথে যোগাযোগ করুন (০১৭৮০-১৫১৭৬০) / ভোলার কথা.কম এর বার্তা সম্পাদকের কার্যালয়ে যোগাযোগ করুন।