দৌলতখানে মোঃ নাহিদ নামে ১১ বছরে ছেলে নিখোঁজ

ভোলার কথা
নিউজ ডেস্ক সম্পাদক
প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২৪

নিউজ ডেস্কঃ

আজ ১৩ সেপ্টেম্বর (শুক্রবার) বেলা এগারোটার দিকে দৌলতখান উত্তর মাথা কাঁচাবাজার থেকে ১১ বছরের মোঃ নাহিদ নামে একটি ছেলে নিখোঁজ।

ছেলেটির বাবার নাম- মোঃ মাখসুদ, ঠিকানা- ভবানীপুর ইউনিয়ন, ৭ নং ওয়ার্ড দৌলতখান, ভোলা। বাড়ীর নাম- আইরুদ্দীন বয়াতী বাড়ী। যোগাযোগে করুন (০১৭৪৯ ৮২৯৫৫৭)।

এ সময় ছেলেটির গায়ের রং শ্যামলা, গায়ে ছিলো জাম রংঙের পাঞ্জাবী, পায়জামা ও সাদা টুপি।

যুদি কোন ব্যাক্তি ছেলেটিকে পেয়ে থাকেন অতিসত্বর দৌলতখান বাজার দক্ষিন মাথা (সেলিম ভবন) আমিন মোঃ জামাল (ছেলের চাচা) সাথে যোগাযোগ করুন (০১৭৮০-১৫১৭৬০) / ভোলার কথা.কম এর বার্তা সম্পাদকের কার্যালয়ে যোগাযোগ করুন।