দৌলতখানে সন্ত্রাসীরা চালিয়েছে বিএনপির কর্মীদের উপর হামলা

ভোলার কথা
আশরাফ উদ্দিন, দৌলতখান প্রতিনিধি সম্পাদক
প্রকাশিত: ১:৩৯ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২৪

আশরাফ উদ্দিন , দৌলতখান প্রতিনিধিঃ

দৌলতখান মধ্য বাজারে হালিম বিক্রেতা আলমগীর ও তার ছেলে আলআমিনের নেতৃত্বে চরখলিফা ইউনিয়ন বিএনপির নারীসহ ৬ কর্মীকে পিটিয়ে মারাত্মক ভাবে জখম করেছে। আহতরা হলেন মোঃ মনির (৪৫), পিতা সৈয়দ আহমেদ, চরখলিফা ৯নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক, মোঃ জাকির (২৯), পিতা আব্দুল খালেক, সভাপতি চরখলিফা ৯নং ওয়ার্ড সেচ্ছাসেবক দল, মোঃ মামুন (২৪), পিতা আবু তাহের মিঝী, যুগ্ম আহ্বায়ক চরখলিফা ইউনিয়ন ছাত্রদল।

আহতরা দৌলতখান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এ-ঘটানাকে কেন্দ্র করে ১৫ জনকে আসামী করে দৌলতখান- থানায় মামলা করা হয়েছে। ইতিমধ্যে থানা পুলিশ ১ নারীকে গ্রেফতার করেছে।

আসামীদের দূর্ত গ্রাফতার করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা। এ সময় আহতদের দেখতে হাসপাতলে আসেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফারুক হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক শাহজাহান সাজু, সাবেক ছাত্রদল নেতা নাজীম উদ্দিন (আবির) ও স্থানীয় বিএনপি বিভিন্ন স্থরের নেতাকর্মীরা।