প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০২৪
দৌলতখানে উপজেলা কৃষকদল ও পৌর বিএনপি’র পৃথক শোডাউন ।
স্টাফ রিপোর্টারঃ
আজ মোঙ্গলবার বিকালে দৌলতখান বাজারে পৌর বিএনপি’র উদ্যোগে সিনিয়র সহ-সভাপতি সেলিম হাজী’র নেতৃত্বে এক বিশাল শোডাউন করা হয় এবং শোডাউনের শেষে বাজারের উত্তর মাথায় শহীদ মিনার চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়, উক্ত সভায় দেশের অভ্যন্তরে বর্তমান সময়ে বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা খবর পাওয়া যায় সেলিম হাজী নেতাকর্মীদের উদ্দেশে উক্ত বিশৃঙ্খলা প্রতিরোধে ও তাদের উজ্জীবিত রাখতে কর্মীদেরকে নিজ নিজ এলাকায় সার্বক্ষণিক সজাগ দৃষ্টি রাখতে বলেন এবং প্রয়োজনে উপজেলার কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করতে বলা হয়।
উক্ত সমাবেশ ও শোডাউনে আরো অংশগ্রহণ করেন মিজানুর রহমান, কাজী মেহেদী হাসান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
দৌলতখানে উপজেলা কৃষকদলের আবুল হোসেন’র নেতৃত্বেও একটি মিছিল বাজার ঘুরে এসে শহীদ মিনার চত্বরে পৌর বিএনপি’র সমাবেশে অংশগ্রহণ করে।