দৌলতখানে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪’র উদ্বোধন।
রিয়াজ মাহমুদ, স্টাফ রিপোর্টারঃ
সারা দেশে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ পালন’র জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা “বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, ঢাকা” থেকে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪’র শুভ উদ্বোধন ঘোষণা করেন এবং জাতীয় মৎস্য পদক-২০২৪ প্রদান করেন।
জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪’র উদ্বোধনের অংশ হিসেবে দৌলতখান উপজেলা প্রশাসন ও মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে দৌলতখানের উপজেলা চেয়ারম্যান মনজুর আলম খান, উপজেলা নির্বাহি অফিসার পাঠান মোহাম্মদ সাইদুজ্জামান ও পৌর মেয়র জাকির হোসেন তালুকদার সহ থানার ওসি তদন্ত এরশাদুল হক ভূঁইয়া সহ বিভিন্ন কর্মকর্তা এবং মৎস্যজীবী সমিতির নেতৃবৃন্দ তাদের বেশ কিছু মৎস্যজীবীদের অংশগ্রহনে মেঘনা নদীর দৌলতখান অংশে নৌ-রেলী ও বিভিন্ন সড়কে এক বর্ণাঢ্য রেলী শেষে মাছের পোনা অবমুক্ত করা হয় এবং এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় বক্তারা মৎস্য সম্পদ উন্নয়ন ও মৎস্যজীবীদের জীবন মান উন্নয়নে দেশীয় খাল-বিল-জলাশয়ের মাছ এবং নদ-নদী-সাগরের জন্য সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রশংসা করেন। অপরদিকে মৎস্যজীবীদের প্রতি সরকারের বিধি নিষেধ মেনে মৎস্য আহরণের জন্য অনুরোধ করা হয়।