দৌলতখানে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪’র উদ্বোধন।

ভোলার কথা
রিয়াজ মাহমুদ, স্টাফ রিপোর্টার সম্পাদক
প্রকাশিত: ৮:১১ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২৪

রিয়াজ মাহমুদ, স্টাফ রিপোর্টারঃ

সারা দেশে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ পালন’র জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা “বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, ঢাকা” থেকে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪’র শুভ উদ্বোধন ঘোষণা করেন এবং জাতীয় মৎস্য পদক-২০২৪ প্রদান করেন।

জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪’র উদ্বোধনের অংশ হিসেবে দৌলতখান উপজেলা প্রশাসন ও মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে দৌলতখানের উপজেলা চেয়ারম্যান মনজুর আলম খান, উপজেলা নির্বাহি অফিসার পাঠান মোহাম্মদ সাইদুজ্জামান ও পৌর মেয়র জাকির হোসেন তালুকদার সহ থানার ওসি তদন্ত এরশাদুল হক ভূঁইয়া সহ বিভিন্ন কর্মকর্তা এবং মৎস্যজীবী সমিতির নেতৃবৃন্দ তাদের বেশ কিছু মৎস্যজীবীদের অংশগ্রহনে মেঘনা নদীর দৌলতখান অংশে নৌ-রেলী ও বিভিন্ন সড়কে এক বর্ণাঢ্য রেলী শেষে মাছের পোনা অবমুক্ত করা হয় এবং এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় বক্তারা মৎস্য সম্পদ উন্নয়ন ও মৎস্যজীবীদের জীবন মান উন্নয়নে দেশীয় খাল-বিল-জলাশয়ের মাছ এবং নদ-নদী-সাগরের জন্য সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রশংসা করেন। অপরদিকে মৎস্যজীবীদের প্রতি সরকারের বিধি নিষেধ মেনে মৎস্য আহরণের জন্য অনুরোধ করা হয়।