দৌলতখানে দেশ রুপান্তর পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
ইশতিয়াক হাছিব, স্টাফ রিপোর্টারঃ
কেক কাটা, আলোচনা সভার মধ্য দিয়ে ভোলার দৌলতখানে পালিত হয়েছে দায়িত্বশীলদের দৈনিক দেশ রূপান্তর পত্রিকার পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী। রবিবার বিকাল সাড়ে ৫ টায় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান ছিলেন উপজেলা চেয়ারম্যান মনজুর আলম খাঁন। বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মেয়র জাকির হোসেন তালুকদার।
প্রেসক্লাব সভাপতি মনিরুজ্জামান মহিনের সভাপতিত্বে ও সম্পাদক মেহেদী হাসান শরীফের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সত্য রঞ্জন খাসকেল , প্রেসক্লাব কার্যকারী সদস্য গজনবী, সদস্য আবুল খায়ের, প্রেসক্লাব সহ-সভাপতি জাকির আলম,দপ্তর সম্পাদক তানভীর মৃর্ধা,অর্থ বিষয়ক সম্পাদক মোঃ মামুন, ক্রিয়া ও সাংষ্কৃতিক বিষয়ক সম্পাদক রাকিব হাসান,দৌলতখান উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডাবলু, সাংগঠনিক সম্পাদক শাখায়ত হোসেন, সাংবাদিক মনির, ভোলার কথা’র বার্তা সম্পাদক মোঃ ইসমাইল সহ অনেকে। পড়ে কেক কেটা দেশ রুপান্তর পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।