দৌলতখান পৌরসভা নির্বাচন ভোট গ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষণ
মোঃ ইসমাইল, ভোলা জেলা প্রতিনিধি।
আসন্ন আগামী ৩০ জানুয়ারি তৃতীয় ধাপে দৌলতখান পৌরসভা নির্বাচন।
উক্ত পৌরসভা সাধারণ নির্বাচন-২০২০ উপলক্ষে ভোট গ্রহন কর্মকর্তা (প্রিজাইডিং ৯/সহকারী প্রিজাইডিং ৪৩/ পোলিং ৮৬) জন অফিসারদের আজ ২৫ জানুয়ারী ২০২১ ইং (সোমবার) সকাল ৯ঃ৩০ মিনিটে দৌলতখান সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে বিশেষ নির্বাচনী প্রশিক্ষণ দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, মোঃ আলউদ্দিন, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বরিশাল, মোঃ আল উদ্দিন আল-মামুন
ভোলা জেলা নির্বাচন অফিসার ও দৌলতখান – বোরহানউদ্দিন রির্টানিং অফিসার, মোঃ মিজানুর রহমান খান, উপজেলা নির্বাচন অফিসার সদর ভোলা, মোঃ আমির খশরু গাজী, উপজেলা নির্বাচন অফিসার লালমোহন, খালেদা আক্তার ফেন্সি দৌলতখান উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রির্টানিং অফিসার, মোঃ রফিকুল ইসলাম নির্বাচন অফিসার চরফ্যাশন।
আরো ছিলেন, দৌলতখান উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাওছার হোসেন ও দৌলতখান থানার অফিস ইনচার্জ মোঃ বজলার রহমান।