দৌলতখান চরপাতা ৪ নং ওয়ার্ড বসত ঘরের সামনে চলার পথ অবরুদ্ধ করলেন প্রতিপক্ষ।
স্টাফ রিপোর্টারঃ ভোলার দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়ন ৪ নং ওয়ার্ড আওয়ান বাড়ি গত ২৮ মে সৈয়দ আহমেদ জমাদ্দার এর বসত ঘরের সামনের উঠানে গরু ঘর তুলে চলাফেরার পথ অবরুদ্ধ করে একই বাড়ির শেখ ফরিদ আওয়ান এর নেতৃত্বে মিজানুর রহমান লিটন, নুর আলম, সহ আরো কয়েক জন প্রতিপক্ষ দল।
সরজমিনে গিয়ে সৈয়দ আহমেদ সহ অনেকে জানান গত ২৮ মে বিকেলে সৈয়দ আহমেদ জমাদ্দারের বসত ঘরের সামনে উঠানে গরু ঘর তুলে সে ঘর আরও মজবুত করার জন্য ইট এনে পুনরায় উত্তোলন করার জন্য প্রস্তুতি নেয়, একই বাড়ির মোঃ শেখ ফরিদ আওয়ান গংরা সৈয়দ আহমেদ গং দের সামাজিক এবং চলাফেরার বিঘ্নতার কারণ তাদেরকে বাধা দিতে গেলে শেখ ফরিদ, মিজানুর রহমান লিটন, নুরে আলম সহ আরো কয়েক জনে জীবন নাশের হুমকি দিয়ে ঘর থেকে দা, লাঠি, ছেনি নিয়ে আক্রমণ করার জন্য দৌড়ে আসলে সৈয়দ আহমেদ গংদের ডাক চিৎকারে এলাকার লোকজন দৌড়ে আসলে প্রতিপক্ষ তাদেরকে আক্রমণ করতে পারে নাই, বর্তমানে সৈয়দ আহমেদ গংরা নিরাপত্তা হীনতায় ভুগছেন।
এ বিষয়ে প্রতিপক্ষ শেখ ফরিদ আওয়ান এর সাথে মোবাইল ফোনে আলাপ কালে তিনি জানান আমার জায়গায় আমি গরু নির্মাণ করি এ নিয়ে বেশি বাড়া বাড়ি করলে ঘর থেকে বের হতে দিব না।
উক্ত বিষয়ে চরপাতা ইউনিয়ন ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য ছলেমান পাঠোয়ারী এর সাথে আলাপ কালে তিনি জানান সৈয়দ আহমেদ এর বসতঘর এর সামনে গরু ঘর উঠানো এটি অমানবিক আমি শেখ ফরিদ কে ঘরের সামনে গরু ঘর না করার জন্য বলি,